ফাইনালের আগে আফগানিস্তানের মতো একই বিপদে দ.আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪
আর মাত্র একটি ম্যাচ মাঠে গড়ালেই সমাপ্তি ঘটবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজে।
শনিবার (২৯ জুন) ফাইনাল খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে আগ মুহূর্তে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হতে হলো প্রোটিয়াদের। পরিবারসহ বিমানবন্দরে ছয় ঘণ্টা আটকে থাকলেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। সঙ্গে আটকে থাকলেন ম্যাচ রেফারি, আম্পায়ারেরাও।
আরও পড়ুন: আফগান রূপকথা থামিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা
জানা যায়, বিশ্বকাপের ফাইনাল ভেন্যু বার্বাডোজে যেতে গিয়ে বিমানবন্দরে ঝামেলায় পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে সেখানে পৌঁছান তারা।
এর আগে আফগানিস্তানের সেমিফাইনাল খেলতে নামার আগে ৪ ঘণ্টা দেরি হয়েছিল বিমান সমস্যায়। পর্যাপ্ত ঘুম হয়নি রশিদ- নবীদের। যার প্রভাবে পড়েছে খেলার মাঠেও। দারুণ খেলে সেমিতে আসা আফগানরা প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের হারে বিদায় নেন টুর্নামেন্ট থেকে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় সমস্যা হয়। যার জেরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
আরও পড়ুন: আফগান-প্রোটিয়াদের লো-স্কোরিং ম্যাচে রেকর্ডের ফুলঝুড়ি
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন। কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বার্বাডোজে সমস্যার কথা। সেই কারণে ত্রিনিদাদেই আটকে থাকে বিমান। বার্বাডোজে যে বিমানটির সমস্যা হয়েছিল, সেখানে কারও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
এবারের বিশ্বকাপে এর আগেও বিমানবিভ্রাট হয়েছে। আফগানিস্তান ছাড়াও সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। গোটা রাত অপেক্ষা করতে হয়েছিল বিমানবন্দরে। তারা ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছিল।
বার্বাডোজের ব্রিজটাউনের কিনসিংটন ওভালে গড়বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু ম্যাচে শিরোপা লড়াইয়ে নামবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত।
জেবি/আজুবা