চীন সীমান্তে প্রাণ গেল ৫ ভারতীয় সেনার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪


চীন সীমান্তে প্রাণ গেল ৫ ভারতীয় সেনার
ফাইল ছবি

ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী এলাকায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। 


শুক্রবার (২৯ জুন)  রাত ১টার দিকে তাদের বহনকারী টি-৭২ ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা মারা যান।


এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লাদাখের লেহের দৌলত বেগ অলদি এলাকায় রাতে সেনা মহড়ার সময় বোধি নামের একটি নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় ওই পাঁচ সেনা মারা যান। তারা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন।


আরও পড়ুন: ‘গাজায় ৬ লাখেরও বেশি শিশু ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না’


নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্ক ডুবে যায়। নিহত সেনারা প্রশিক্ষণে ছিলেন। এ ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, “ঘটনার সময় ট্যাঙ্কের ভেতরে একজন জেসিও এবং ৪ জন জওয়ানসহ পাঁচজন সৈন্য ছিল। নিহত একজনের সন্ধান মিলেছে, বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে।”


আরও পড়ুন: ভারী বর্ষনে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরে ছাদ, নিহত ১


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৫ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


উল্লেখ্য, গেল বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসিওসহ ৯ জন ভারতীয় সেনা প্রাণ হারায়।


জেবি/এসবি