Logo

হেঁটে হজে যাচ্ছেন সিলেটের ফয়সল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৪, ০৩:২৪
52Shares
হেঁটে হজে যাচ্ছেন সিলেটের ফয়সল
ছবি: সংগৃহীত

স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত এবং পরে পাকিস্তান-ইরান-ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন।

বিজ্ঞাপন

পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেটের এক ব্যক্তি। তার নাম ফয়সল আহমদ সাগর।

শুক্রবার (২৮ জুন) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জুমার নামাজ শেষে তিনি যাত্রা শুরু করেন।

বিজ্ঞাপন

ফয়সল আহমদ নগরীর খাসদবির বাদামবাগিচা ফয়সল আহমদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মঞ্জিল আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত এবং পরে পাকিস্তান-ইরান-ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন। সৌদি যেতে বছরখানেক সময় লাগতে পারে বলে জানান ফয়সল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ফয়সল আহমদ সংবাদমাধ্যমকে বলেন, “গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। তখন ইচ্ছাপোষণ করেছিলাম সুস্থ হলে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো, হজ করবো। পরিবারের অনুমতি নিয়ে হজে যাচ্ছি।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD