Logo

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কোহলি-রোহিত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৪, ২১:৫৫
38Shares
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কোহলি-রোহিত
ছবি: সংগৃহীত

ফাইনাল সেরার ক্রেস্ট গ্রহণের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বিরাট কোহলি

বিজ্ঞাপন

ফাইনাল সেরার ক্রেস্ট গ্রহণের সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন রোহিত শর্মাও। তবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।

শনিবার (২৯ জুন) বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য কোহলি ঠিক করে রেখেছিলেন, এটাই হবে তার শেষ টুর্নামেন্ট। ফাইনালে ম্যাচসেরা হয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী মঞ্চে না বললেও সংবাদ সম্মেলনে ঠিকই বিদায়ের ঘোষণা দেন রোহিত। তিনি বলেন, 'এটা আমারও শেষ ম্যাচ। খেলার শুরু থেকেই ফরম্যাটটি উপভোগ করেছি আমি। বিদায় জানানোর এটাই ভালো সময়। এই ফরম্যাটের প্রতিটি মুহূর্তকে ভালোবাসি আমি। সবসময় চেয়েছি ভারতের হয়ে ম্যাচ জিততে, ট্রফি জিততে। আমি বলতে পারি, এটাই আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। '

ফাইনালে কেবল ৯ রানে আউট হলেও বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রোহিত। ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেছেন। তবে অবসর নিচ্ছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে অভিষেক হয় তার। অবসর নেওয়ার আগ পর্যন্ত ১৫৯ ম্যাচ খেলে ৩২.০৫ গড়ে ৪ হাজার ২৩১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৪ হাজার ১৮৮ রান নিয়ে তার ঠিক পরেই আছেন কোহলি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটাও যৌথভাবে রোহিতের দখলে। গ্লেন ম্যাক্সওয়েলের সমান পাঁচটি সেঞ্চুরি আছে তার। পাশাপাশি ফিফটি করেছেন ৩২ ম্যাচে। এছাড়া সর্বোচ্চ ছক্কার (২০৫) রেকর্ডেও চূড়ায় আছেন তিনি।  এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসর খেলেছেন কেবল দুজন ক্রিকেটার। তবে রোহিত থেমে গেলেও খেলা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD