‘ফাইনাল হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত’


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪


‘ফাইনাল হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত’
ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা শেষে নির্ধারন হয়ে গেছে কারা খেলবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।  


শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মজা করে বলেছেন, এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!


আরও পড়ুন: ভারত নাকি দ.আফ্রিকা, গেইলের চোখে চ্যাম্পিয়ন যারা


ভারতের অধিনায়ক হিসেবে এ পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি রোহিত। দুই সংস্করণের বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে গত বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিতের ভারত। অধিনায়ক রোহিতের প্রশংসা করে বার্তা সংস্থা পিটিআইকে অনেক কথাই বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি গাঙ্গুলী।


রোহিতের অধিনায়কত্ব নিয়ে গাঙ্গুলী বলেছেন, ‘অপরাজিত থেকে সে দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্বগুণ বোঝা যায়। আমি বিস্মিত হইনি। কারণ, আমি বিসিসিআইয়ের সভাপতি থাকতে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি, তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে। কারণ, সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ।’


আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালে যত রান উঠতে পারে


রোহিতকে নিয়ে রসিকতা করে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ বার্বাডোজ পুরোটাই সমুদ্রবেষ্টিত। উত্তর আটলান্টিক মহাসাগরবেষ্টিত বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের কেনিসংটন ওভালে হবে এই ফাইনাল। সেখান থেকে অনতিদূরের বিশাল জলরাশিকে বলা হয় ক্যারিবিয়ান সাগর।


গাঙ্গুলী এই সাগরকে ইঙ্গিত করেই রোহিতের প্রসঙ্গে বলেছেন, ‘মনে হয় না সাত মাসের ব্যবধানে সে দুটি ফাইনাল হারবে। নিজের অধিনায়কত্বে দুটি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবে। সে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। দারুণ ব্যাট করেছে। আশা করি ফাইনাল ম্যাচেও সে ভাল করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত।’


জেবি/আজুবা