ইসরায়েলকে ভয়াবহ হুমকি দিল সৌদি আরব


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪


ইসরায়েলকে ভয়াবহ হুমকি দিল সৌদি আরব
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় একের পর এক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পারে বলে সতর্ক করেছে দেশটি।


শনিবার (২৯ জুন) এক বিবৃতিতে এ নিন্দা  জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।


সৌদি প্রেস এজেন্সি প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, “সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে নিন্দা জানিয়েছে।”

আরও পড়ুন: ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আজ


মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, “যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে।”

আরও পড়ুন: ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী


এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার (২৭ জুন) ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেয়া হবে।


সূত্র: আনাদোলু এজেন্সি, আরব নিউজ


জেবি/এসবি