হজের প্রাক-নিবন্ধন বন্ধের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

হজের প্রাক-নিবন্ধন বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এর আগে সংস্কার কাজের জন্য ১২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হজযাত্রী প্রাক-নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল।
এখন নিবন্ধন বন্ধ রাখার মেয়াদ আরও একমাস বৃদ্ধি করে ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: হেঁটে হজে যাচ্ছেন সিলেটের ফয়সল
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রশাসনিক প্রয়োজনে রিকন্সিলিয়েশনের উদ্দেশ্যে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধের সময়সীমা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: হজে ৫৪ বাংলাদেশির প্রাণহানি, দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ হাজি
আগামী বছরও দেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। তবে হজের খরচ বেড়ে যাওয়ায় এ বছর কোটার থেকে ৪২ হাজার হজযাত্রী কম ছিল।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রোহিঙ্গারা আগামী ঈদ মিয়ানমারে করতে পারেন সেই চেষ্টা চলছে: ড. ইউনূস

সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে

আমরা যথেষ্ট ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে: ড. ইউনূস
