রাঙ্গাবালীতে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মুহিববুর রহমান এমপি
বিজ্ঞাপন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মুহিববুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহা-পরিচালক ড.মিজানুর রহমান।
বিজ্ঞাপন
আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান,রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে মৌডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ম রাসেল মাহমুদ। নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন খান, ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ।
বিজ্ঞাপন
এমএল/








