বারি-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বশেমুরকৃবিতে সীড টেকনোলজির পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষে রেজিস্ট্রার, ড. মোহাম্মদ নাদির বিন আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, বারি'র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. আশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বারি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/