Logo

চলতি মাসে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৪, ০১:২৫
50Shares
চলতি মাসে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে।

বিজ্ঞাপন

 টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এরই মধ্যে ট্রফি নিয়ে ঘরে ফিরেছে রোহিত শর্মারা। এবার আরেকটি বিশ্বসেরার লড়াইয়ে মাঠে নামছে ম্যান ইন ব্লুরা। তবে এবার লড়াইয়ে সাবেক ক্রিকেটাররা।

বুধবার (৪ জুলাই) থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রথমবার আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি। অংশ নিয়েছে মোট ৬টি দল। আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলছে। 

বিজ্ঞাপন

ক্রিকেটপ্রেমীদের নজর আগামী ৬ জুলাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচে। কারণ ওইদিন এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মেন ইন ব্লুর দলে রয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানের মতো তারকারা।

বিজ্ঞাপন

অন্যদিকে, পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন ইউনুস খান। সেই দলে মিসবাহ উল হক, শাহিদ আফ্রিদির মতো তারকারা খেলবেন।

বিজ্ঞাপন

রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হচ্ছে ছয়টি দলের মধ্যে। সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের প্রথম ১০টি ম্যাচ এবং ফাইনাল খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে। আরও সাতটি ম্যাচ এবং সেমিফাইনাল খেলা হবে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD