Logo

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে নিহত ৫

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৪, ২০:০৭
65Shares
পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে নিহত ৫
ছবি: সংগৃহীত

নিহতরা সবাই বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম  জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে আমাদের উদ্ধার কার্যক্রম চলছে বলেও মনিরুল ইসলাম।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD