বিদেশি অর্থের সাহায্যে পাকিস্তানে সরকার বদলের চক্রান্ত চলছে: ইমরান খান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিদেশি অর্থের সাহায্যে পাকিস্তানে সরকার বদলের চক্রান্ত চলছে: ইমরান খান

পাকিস্তানের ইসলামাবাদে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা সমাবেশে লাখো মানুষের জমায়েতে বক্তৃতা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার সে সমাবেশে দাঁড়িয়ে ইমরান খান অভিযোগ করেন বিদেশি অর্থে পাকিস্তানে সরকার বদলের ষড়যন্ত্র চলছে। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

ইমরান বলেন, ‌‘তাঁর সরকার পাকিস্তানকে স্বাধীন পররাষ্ট্রনীতির পথে নিয়ে যাচ্ছে, যা ‘বিদেশি’ শক্তিদের পছন্দ নয়।’

পাকিস্তানের ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ঠিক আগে দেশটির রাজধানী ইসলামাবাদের প্যারেড ময়দানে রোববার বিকেলে পিটিআই গণসমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছিলেন ইমরানের সমর্থকেরা।

লক্ষাধিক মানুষের সামনে আবেগ জড়ানো কণ্ঠে ইমরান খান বললেন, ‘বাইরে থেকে আমাদের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কয়েক মাস ধরে এটা টের পাচ্ছি। আমরা এ-ও জানি, কে বা কারা এর পেছনে রয়েছে। কিন্তু, সময় বদলে গেছে। এটা আর জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিদেশি অর্থের সাহায্যে পাকিস্তানে সরকার বদলের চক্রান্ত চলছে। এ কাজে আমাদের লোকদেরও ব্যবহার করা হচ্ছে। পানির মতো অর্থ খরচ হচ্ছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তার লিখিত প্রমাণও আমার হাতে রয়েছে। কিন্তু, আমি দেশের স্বার্থের সঙ্গে আপস করতে শিখিনি।’

আজ সোমবার পাকিস্তানের ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইমরান খানকে। এর ঠিক আগে, ইসলামাবাদের প্যারেড ময়দানে বিরোধীদেরই বিদেশি ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করেন ইমরান। একই সঙ্গে জানান তাঁর সাড়ে তিন বছরের শাসনকালে পাকিস্তানে কী কী উন্নয়ন হয়েছে। এবং তাঁর সরকার যদি টিকে যায়, তাহলে কী কী করার পরিকল্পনা রয়েছে, তাও জানান ইমরান।

পাকিস্তানের ৩৪২ সদস্যের ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে ইমরান খানের দল পিটিআই’র ১৫৫ জন সদস্য রয়েছে। ক্ষমতা ধরে রাখতে ইমরান খানের প্রয়োজন ১৭২ জন সদস্যের সমর্থন। পিটিআই’র ১৫৫ জন ছাড়াও অন্তত ছয়টি রাজনৈতিক দলের ২৩ জন সদস্যের সমর্থন রয়েছে ইমরান খানের পক্ষে। তবে সূত্রের দাবি ইমরানের দলের অন্তত ২৪ জন অ্যাসেম্বলি সদস্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন আস্থাভোটের ফল ধারণা করতে পেরেই ইসলামাবাদে সমর্থকদের উদ্দেশে আবেগমথিত ভাষণ দিয়েছেন ইমরান খান। বলা হচ্ছে ইমরানের আসল লক্ষ্য সোমবারের আস্থাভোট নয়, সাধারণ নির্বাচন।

এসএ/