Logo

ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৪, ০৪:৪০
44Shares
ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও ফ্রান্স
ছবি: সংগৃহীত

অন্যদিকে ইউরোর সেমিতে মোট পাঁচবার খেলে ফ্রান্স জিতেছিল তিনটিতে, হেরেছিল দুটিতে।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। এই প্রতিযোগিতায় তিনবার শিরোপা ঘরে তুলেছে স্পেন। অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াই শুরু হবে।

ফিফার বর্তমান র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ফ্রান্স। অন্যদিকে তাদের থেকে ছয় ধাপ পিছিয়ে স্পেন। স্পানিশরা রয়েছে ৮ নম্বরে। এখন পর্যন্ত দুই দল ইউরো কাপে ৩৬ বারের দেখায় ১৬ বার জিতেছে স্পেন। বিপরীতে ১৩টি জয়ের দেখা পেয়েছে ফ্রান্স, ড্র হয়েছে ৭টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের সেমিফাইনাল দিয়ে বড় আসরে দুই দলের এটি ষষ্ঠ লড়াই। প্রথম চারটির মধ্যে তিনটিই জিতে নেয় ফ্রান্স। সর্বশেষ ২০১২ ইউরোর কোয়ার্টার  ফাইনালে ২-০ গোলে জিতেছে স্পেন। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে দুই দলের লড়াইটা ড্র হয় ১-১ গোলে।

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল হিসাব করলে এগিয়ে স্পেন। টুর্নামেন্টটির পাঁচ আসরে সেমিফাইনাল খেলে চারটিতেই জিতেছে তারা। তাদের একমাত্র হারটি ২০২০ সালের ইউরোতে ইতালির কাছে। অন্যদিকে ইউরোর সেমিতে মোট পাঁচবার খেলে ফ্রান্স জিতেছিল তিনটিতে, হেরেছিল দুটিতে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের ইউরোতে স্পেনই একমাত্র দল, যারা কিনা এখন পর্যন্ত অপরাজিত। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকয়টিতেই জিতেছে। ইউরোর ইতিহাসে এক আসরে কোনো দলই টানা ছয়টি ম্যাচ জিততে পারেনি। আজ ফ্রান্সকে হারালে সেই রেকর্ডটি গড়বে স্প্যানিশরা।

অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে চোখ ফ্রান্সের। ১৯৮৪, ২০০০ ও ২০১৬ সালে ফাইনাল খেলেছিল তারা।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD