জামালপুরে বিয়ের আগেরদিন পানিতে ডুবে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪
জামালপুরের মেলান্দহে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসলে নেমে সোহেল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দেউলাবাড়ি নইলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার বারইপাড়া এলাকার সওকত আলীর ছেলে। আগামী শুক্রবার (১২ জুলাই) তার বিয়ে হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: জামালপুরে দেড়লক্ষ মানুষ পানিবন্দী, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
এক সাথে গোসল করতে আসা সোহেলের বন্ধু নাজমুল হাসান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সোহেল ও তাদের কয়েকজন বন্ধু মিলে দেউলাবাড়ি নইলারঘাট এলাকায় গোসল করার জন্য যায়। সোহেল মিয়া সাতার না জানার কারনে বন্যার পানির স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিক নৌকা দিয়ে সোহেল মিয়াকে উদ্ধার করার জন্য গেলে সে ঘটনাস্থলে ডুবে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থল উপস্থিত হয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে।
বারইপাড়া গ্রামের কামরুল হোসেন বলেন, আগামীকাল সোহেলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার এ দূর্ঘটনা ঘটলো। ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতী সম্পন্ন হয়েছে। বাড়িতে মেহমানদের দাওয়াত দেয়া হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে নদী ভাঙন এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ, শুকনা খাবার বিতরণ
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতৃত্ব দেন টিম লিডার মো. শহিদুল হক ও সহায়তা করেন মেলান্দহ থানার এএসআই দিলিপ কুমার।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ জানান, সোহেল মিয়া নামে একজন যুবক বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলো। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএল/