শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

কোটা বাতিলের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। শিক্ষার্থীদের এমন আচরণের পরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
আরও পড়ুন: সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে বিধি মোতাবেক ব্যবস্থা: ডিএমপি
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, “কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না। তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা নেমে পড়লেন। তারপরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।”
আরও পড়ুন: শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির
তিনি আরও বলেন, “আশা করি আজকেই এটা (আন্দোলন) শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত।”
জেবি/এসবি