প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৪


প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আদিতমারি উপজেলা আওয়ামী লীগ।


শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।


আরও পড়ুন: কুড়িগ্রামে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মিজানুর রহমানকে পদ থেকে বহিষ্কার করা হলো।


মিজানুর রহমান উপজেলা মোহিষখোচা ইউনিয়নের কুঠির পার এলাকার আবু দারগার ছেলে। তিনি বেশির ভাগ সময় ঢাকায় বসবাস করেন।


আরও পড়ুন: সীমান্তে হত্যা কোন মিমাংসা নয়: বিজিবি মহাপরিচালক


শুক্রবার (১২ জুলাই) বিভিন্ন মিডিয়ায় পি এস সি এর প্রশ্নফাসের সাথে মিজানুর রহমানের সম্পৃক্ত থাকার ঘটনা সকলের সামনে চলে আসে তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচনা ও সমালোচনা চলছিলো।


এমএল/