প্রেমের টানে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে দিল্লিতে প্রেমিকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুদ্ধ আর প্রেম সমান্তরাল পৃথিবী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের তরুণী আনা হোরোডেটস্কা আর ভারতের দিল্লির হাইকোর্টের তরুণ আইনজীবী অনুভব ভাসিনের জীবনের গল্প সেই সত্যিকেই প্রমাণ করে দিলো। সম্প্রতি ভারতের দিল্লি বিমানবন্দরে একটি দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, যুদ্ধবিবাদ পেরিয়ে আসা দূর দেশের প্রেমিকাকে কাছে পেয়েই দেরি না করে বিয়ের প্রস্তাব দিয়েছেন অনুভব। অনুভব ও আনার প্রেমের বয়স প্রায় আড়াই বছর। প্রথম দেখা ভারতের করোনার জেরে লকডাউনের আগে। এদেশে ঘুরতে এসেছিলেন আনা। সেই সময় তারঁ সাথে পরিচয় হয় দিল্লি হাইকোর্টের তরুণ আইনজীবী অনুভব ভাসিনের সঙ্গে। আলাপ আলোচনা থেকে ঘনিষ্ঠতা, ভাললাগা এবং ভালোবাসা। লকডাউনে ভারতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হলে অনুভবের বাড়িতেই থাকতে বাধ্য হয়েছিলেন আনা। পরিস্থিতি স্বাভাবিক হলে ইউক্রেনে ফিরেন যান আনা।
অনুভব জানান, ফের দুবাইতে আনার সঙ্গে দেখা হয়। একবার কিভে গিয়েও বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। অনুভবের কথায়, ততদিন আমাদের প্রেমের সম্পর্ক গভীর হয়েছে। ফলে গত ডিসেম্বরে আনা ভারতে এসে আমার বাবা মায়ের সঙ্গে দেখা করে। তখনই আমরা ঠিক করি যে বিয়ে করব। যদিও তারপর ও দেশে ফিরে গিয়েছিল। সবঠিক চলছিল। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া তখনই বদলে যায় পরিস্থিতি। এ অবস্থায় অধিকাংশ ইউক্রেনের প্রতিবেশী দেশে পালিয়েছেন। কিন্তু আনা ঠিক করেন তিনি আসবে সুদূর ভারতে ভালবাসার মানুষের নিরাপদ আশ্রয়ে। এর জন্য আনাকে বহু কাঠ খড় পোড়াতে হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত কিয়েভ থেকে মা, পোষ্যকে নিয়ে বাড়ি ছেড়ে ছিলেন আনা। মাকে ও পোষ্যকে ইউক্রেনের গ্রামের বাড়িতে রেখে আসেন। সেখানে রয়েছেন দিদা ও দাদু। এরপর স্লোভকিয়া হয়ে পোল্যান্ডে পৌঁছান। সেখান থেকে ভারতীয় দূতাবাস থেকে ভিসা পেয়ে তবে দিল্লিতে পৌঁছান। দেশ ছেড়ে প্রেমিকা তাঁর কাছে আসছে, আগেই জানতেন অনুভব। ফলে এবার আর দেরি করেননি তিনি। বিমানবন্দরেই আনাকে বিয়ের প্রস্তাব দেন।
অনুভব জানিয়েছেন, মাস খানেকের মধ্যে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। তারপর ভারতের নাগরিকত্বের আবেদন করবেন আনা।
এসএ/