Logo

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি কোটা সংস্কার করুন: নিলয় আলমগীর

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ০২:২১
188Shares
মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি কোটা সংস্কার করুন: নিলয় আলমগীর
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

চলমান কোটা সংস্কারের দাবি আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।  আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঘটেছে হামলার ঘটনা। এসব বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার যোগ হলো অভিনেতা নিলয় আলমগীরের নাম।

মঙ্গলবার (১৬ জুলাই) নিজের ফেসবুকে নিলয় লিখেছেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই এক সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর লিখেছেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারন মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। 

সবশেষে অভিনেতা লেখেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন নব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD