কোটা আন্দোলনের মধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা শুক্রবার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪


কোটা আন্দোলনের মধ্যেই প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা শুক্রবার
ফাইল ছবি

১৩ ক্যাটাগরীতে মোট ৬৩৮টি পদে নিয়োগে প্রদানের জন্য ১৭ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি জারী করে প্রাণিসম্পদ অধিদপ্তর। ৬৩৮টি পদের জন্য সারাদেশ হতে প্রায় ১ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে এবং বাছাইয়ের পর ১ লাখ ৬ হাজার ৬০০ প্রাথীর বিপরীতে প্রবেশপত্র জারি করেছে। চলমান কোটা আন্দোলনের মধ্যেই শুক্রবার (১৯ জুলাই) পরীক্ষা নেওয়ার নোটিশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের আওতাধীন মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল প্রাথীদের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১৬ জুলাই) প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইটে এ সংক্রান্ত দপ্তর আদেশ প্রকাশ করা হয়েছে। দপ্তর আদেশে নিয়োগ পরীক্ষায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তথ্য প্রকাশ করা হয়েছে। 


ক্যটাগরি অনুযায়ী ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কমপিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরী টেকনিশিয়ান( নিন্ম স্কেল),স্টোর কিপার, সহকারী স্টোর কিপার/সহকারী গুদাম রক্ষক পদ সমূহের জন্য প্রাক-নির্রাচনী পরীক্ষা এবং ড্রাইভার, ড্রাইভার (ট্রাক্টর), মিল্ক ভ্যান ড্রাইভার,ট্রাক ড্রাইভার, ড্রাইভার (ট্রলি), ড্রাইভার লরি, পিকআপ ড্রাইভার, ড্রাইভার পাম্প/পাম্পচালক পদের জন্য লিখিত পরীক্ষা আগামী শুক্রবার ১৯ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


প্রাণিসম্পদ অধিদপ্তরের নোটিশ অনুযায়ী  ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কমপিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরী টেকনিশিয়ান( নিন্ম স্কেল), স্টোর কিপার, সহকারী স্টোর কিপার/সহকারী গুদাম রক্ষক পদ সমূহের জন্য একই প্রশ্নে এবং  ড্রাইভার, ড্রাইভার (ট্রাক্টর), মিল্ক ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ড্রাইভার (ট্রলি), ড্রাইভার লরি, পিক আপ ড্রাইভার, ড্রাইভার পাম্প/পাম্পচালক পদের জন্য অপর একই প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। যদিও নিয়োগ বিধি অনুযায়ী এ সকল পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে। যেমন ক্যাশিয়ার পদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ হলেই চলবে। আবার ল্যাবরেটরী টেকনিশিয়ানের বেলায় উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) ২য় বিভাগে পাশ হতে হবে আর অন্যান্য পদের জন্য ন্যুনতম ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।


অন্যদিকে ড্রাইভার (পাম্প) এবং পাম্প চালকদের শিক্ষাগত যোগ্য মাধ্যমিক স্কুল সাটিফিকেট (ভোকেশনাল) পাশ এবং অন্যান্য চালকদের শিক্ষাগত যোগ্য জুনিয়র স্কুল সাটিফিকেট পাশের কথা বলা হয়েছিল কিন্তু উভয় পদেই এক ও অভিন্ন প্রশ্নে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বিজ্ঞান বিভাগ, ৩য় শ্রেনী, ২য় শ্রেনী এবং মাধ্যমিক ও জুনিয়র স্কুল সাটিফিকের বেলায় কোন পার্থক্য রাখা হয়নি।


এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মলয় কুমার শূরের সাথে কথা বলতে পরামর্শ দেন। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় শূর বলেন, জনবল নিয়োগে কমিটি রয়েছে এবং নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান সকল পদই ১৬ গ্রেডের।


অন্যদিকে বর্তমানে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন চলছে এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে বিধায় নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গত ১৫ জুলাই অনুষ্ঠিত সভায় সুপারিশ করলেও তা মানছে না প্রাণিসম্পদ অধিদপ্তর।


জেবি/এসবি