শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৪ এএম, ২৬শে আগস্ট ২০২৫


শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ নেজি।


সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সভার ফাঁকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গাম্বিয়ার মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।


আরও পড়ুন: রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে মুত্তাকি মানুষের হাতে: ধর্ম উপদেষ্টা


মন্ত্রণালয় জানায়, তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে মামলার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং সুবিধাজনক সময়ে ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন।  


গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা করছেন।


আরও পড়ুন: দেশের ৪টি এলাকা পানি সংকটাপন্ন চিহ্নিত 


বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।


এমএল/