রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১১ দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১ দেশ। তারা জানিয়েছে, সংকট মোকাবিলায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করবে এবং টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে।
রবিবার (২৫ আগস্ট) সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি জানায় অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।
আরও পড়ুন: সারাদেশে একযোগে ৫৩ বিচারক ও ৩৪ পুলিশ কর্মকর্তার বদলি
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্ভোগ দীর্ঘ সময় ধরে চলছে। বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তা ও আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসা জানায় দেশগুলো।
রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনো প্রত্যাবাসনের সময়সীমা নির্ধারণ সম্ভব নয়। এ জন্য সহায়ক পরিবেশ তৈরির পদক্ষেপ দ্রুত নেওয়ার আহ্বান জানায় তারা।
আরও পড়ুন: সরকারি চাকরিজীবীরা এ বছর পাচ্ছেন আরও দুটি লম্বা ছুটি
একই সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে আটক ব্যক্তিদের মুক্তি ও মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দূর করার দাবি তোলে দেশগুলো। রোহিঙ্গা শরণার্থীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয় যৌথ বিবৃতিতে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘোষণা স্পষ্ট করেছে- দীর্ঘমেয়াদি সমাধান না আসা পর্যন্ত তারা বাংলাদেশের পাশে থাকবে এবং স্থানীয় জনগণসহ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাবে।
এএস