তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪


তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান
ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশ এখন উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরো ভয়ংকর আকার ধারণ করছে। সেই আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৬ জন।


দেশের এই পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা।


শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা।


আরও পড়ুন: আর কোনো রক্তপাত চান না টাইগার অধিনায়ক শান্ত


সোহান লিখেছেন, “আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।”


আরও পড়ুন: স্ত্রী-সন্তানের সামনেই লংকান অধিনায়ককে গুলি করে হত্যা


তিনি আরও লিখেছেন, “তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।”


জেবি/এসবি