Logo

তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ০১:৩৬
53Shares
তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়: সোহান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান

বিজ্ঞাপন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশ এখন উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরো ভয়ংকর আকার ধারণ করছে। সেই আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৬ জন।

দেশের এই পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা।

বিজ্ঞাপন

সোহান লিখেছেন, “আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD