হামলার নীল নকশা আগেই প্রস্তুত ছিল বিএনপির: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে কোথায় কে হামলা চালাবে- বিএনপি সেই নীল নকশা আগেই প্রস্তুত করে রেখেছিল।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আ. লীগ কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন ধ্বংস মানতে পারছি না: প্রধানমন্ত্রী
কাদের বলেন, “এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে; কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে- সব কিছু আগেভাগে নীল নকশা প্রস্তুত ছিল।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন।”
আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর
দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব একটি সন্ত্রাস। মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।”
জেবি/এসবি