শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী ঘিরে বিএনপির ২ দিনের কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ও ২০ জানুয়ারি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
বিজ্ঞাপন
প্রথম দিন, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রুহুল কবির রিজভী। একই দিন সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
দ্বিতীয় দিন, মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শ ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্য রয়েছে।
তিনি জানান, জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরেও জেলা, মহানগর ও বিভিন্ন পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।








