তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং ভবিষ্যতে যুক্তরাজ্য–বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক গুরুত্বসহকারে আলোচিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আগামী দিনে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয় উঠে আসে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, আলোচনায় ব্রিটিশ হাইকমিশনার উল্লেখ করেছেন—তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে ইতিবাচক ও কার্যকর রাখতে ব্রিটেন কাজ করতে চায়।
বিজ্ঞাপন
হুমায়ুন কবির আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচন নিয়েও কথা হয়। এ সময় বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরাও। এতে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিএনপির নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।








