তারেক রহমানকে সেই স্মৃতিবিজড়িত পতাকা উপহার দিলেন মুত্তাকিন

জুলাই আন্দোলনের সময় বহুল আলোচিত সেই জাতীয় পতাকাটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপহার হিসেবে তুলে দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন। আন্দোলনের উত্তাল সময়ে পতাকাটি উড়িয়ে সাহসী ভূমিকার জন্য মুত্তাকিনের সেই দৃশ্য দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সাক্ষাতে তারেক রহমানের হাতে জাতীয় পতাকাটি তুলে দেন মুত্তাকিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিএনপির মিডিয়া সেল জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় যখন পরিস্থিতি ছিল ভয়াবহ, তখন ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন মুত্তাকিন। তার সেই সাহসী অবস্থান দেশ-বিদেশে থাকা মানুষের মধ্যে আন্দোলনের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
বিজ্ঞাপন

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আন্দোলনের সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী জাতীয় পতাকাটি আজ তারেক রহমানের হাতে তুলে দিয়ে আন্দোলনের স্মৃতি ও চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।









