চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজন নিহত, চিকিৎসাধীন আরও দুজন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪


চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজন নিহত, চিকিৎসাধীন আরও দুজন
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা যায়।


নিহতরা হলেন, সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)। এছাড়াও সাপের কামড়ে আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে কনিকা (১৭) ও ইভা (২১) নামের আরো দুজন।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় কিশোর ভ্যানচালককে হত্যার দায়ে আসামীর আমৃত্যু কারাদণ্ড


স্থানীয় ও নিহতদের স্বজনরা জানায়, দেবাশীষ ও রাজনকে সাপে দংশন করলে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যান। এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা নামের আরো এক নারী সর্প দংশনে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, মৃত দুজনের শরীরে সাপের কামড়ের চিহ্ন ছিলো। দুজনকেই অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছিল।


এমএল/