Logo

অলিম্পিকে প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন চালিয়ে শাস্তির মুখে কানাডা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ২২:৪২
28Shares
অলিম্পিকে প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন চালিয়ে শাস্তির মুখে কানাডা
ছবি: সংগৃহীত

একইসঙ্গে কানাডা দলের ৬ পয়েন্ট কর্তন এবং তাদের সকার ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা

বিজ্ঞাপন

জমকালো নানা আয়োজনের মধ্যদিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। তবে প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতায় নামার আগেই এক বিতর্কের জন্ম দেয় কানাডার নারী ফুটবল দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। যে ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ায় বড় শাস্তির পথে হেঁটেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শনিবার (২৭ জুলাই) এই ঘোষণা দিয়েছে ফিফা। বিবৃতিতে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচ বেভ প্রিস্টম্যান, সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোমবার্ডিকে এক বছরের নিষিদ্ধের কথা জানানো হয়। একইসঙ্গে কানাডা দলের ৬ পয়েন্ট কর্তন এবং তাদের সকার ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানাও করেছে ফিফা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠার পরই কানাডার কোচ প্রিস্টম্যানকে বাদ দিয়েছে দেশটির সকার অ্যাসোসিয়েশন। অথচ   কানাডার মেয়েরা আগের অলিম্পিকে তার অধীনেই টোকিওতে স্বর্ণ জিতেছিল। প্রিস্টম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলটির কোচিংয়ে ছিলেন অ্যান্ডি স্পেন্স। অন্তবর্তীকালীন এই কোচের অধীনে ২-১ গোলে কিউই মেয়েদের হারিয়েছে কানাডা।

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কথা ছিল কানাডার। কিন্তু ফিফার শাস্তির কারণে এখন তাদের পয়েন্ট মাইনাস ৩। এখন গ্রুপপর্বই পেরুনো কঠিন হয়ে গেল তাদের। যদিও আপিলে শাস্তি কমানোর সুযোগ রয়েছে তাদের সামনে। প্রথম ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট হয়ে গেল মাইনাস ৩। ফলে তারা ‘এ’ গ্রুপের টেবিলে এ মহূর্তে তলানিতে আছে। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স এবং শেষ ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কানাডা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৩৮ বছর প্রিস্টম্যানকে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয় ২০২০ সালে। দেশটি তার অধীনেই টোকিও অলিম্পিক থেকে স্বর্ণ জিতে ফিরে। প্রিস্টম্যানের সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ধরা হয় ২০২৭ নারী বিশ্বকাপ পর্যন্ত।

প্রতিপক্ষ দলের ওপর ড্রোন উড়িয়ে নীতিমালা লঙ্ঘনের দায়ে দলের খেলোয়াড়দের কাছে ক্ষমা চেয়েছিলেন প্রিস্টম্যান। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। প্রথমে তাকে কানাডা ফেডারেশন ছাঁটাই করে অলিম্পিক থেকে সরিয়ে নেয়, এবার সব ধরনের ফুটবল থেকেই এক বছরের জন্য বাইরে চলে গেলেন ইংল্যান্ডের ৩৮ বছর বয়সী এই কোচ।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD