Logo

রুদ্ধশ্বাস কোয়ালিফায়ারে বিদায় সিলেট, ফাইনালের মঞ্চে রাজশাহী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ২২:১৯
রুদ্ধশ্বাস কোয়ালিফায়ারে বিদায় সিলেট, ফাইনালের মঞ্চে রাজশাহী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সিলেট টাইটান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ দিকে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ১২ রানের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় সিলেটকে।

বিজ্ঞাপন

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান দলকে ভালো শুরু এনে দেন। ৪১ রানের জুটি ভাঙে ফারহানের বিদায়ে। তিনি করেন ২৬ রান। তানজিদ হাসান ৩২ রান করে নাসুম আহমেদের বলে আউট হন।

এরপর স্থানীয় ব্যাটারদের ব্যর্থতার মাঝেও ইনিংসের ভার সামলান কেন উইলিয়ামসন ও জেমি নিশাম। উইলিয়ামসন ৪৫ এবং নিশাম ২৬ বলে ঝড়ো ৪৪ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী। সিলেটের হয়ে সালমান ইরশাদ তিনটি এবং নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। মাত্র ৭ রানের মধ্যেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান ও তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। বিপর্যয়ের পর দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন পারভেজ ইমন ও স্যাম বিলিংস। ইমন ৪৮ রান করে রানআউট হলে ভাঙে জুটি। বিলিংস ৩৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডারে আফিফ হোসেন ২১ ও ক্রিস ওকস ১৫ রান করেন। শেষ দিকে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৪৭ রান। তবে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় সিলেট। শেষ ওভারে ২৪ রান দরকার হলেও আসে মাত্র ১৩ রান। ফলে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেটের ইনিংস।

রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন ফার্নান্দো। তিনি ১৯ রানের বিনিময়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত রাজশাহী নিশ্চিত করে ফাইনালের টিকিট।

বিজ্ঞাপন

এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে। অন্যদিকে অল্পের জন্য হাতছাড়া হওয়া ম্যাচে হতাশা নিয়েই টুর্নামেন্ট শেষ করল সিলেট টাইটান্স।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD