টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের আরেক প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে আজই। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট, ফলে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী।
বিজ্ঞাপন
এর আগে প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। এখন দেখার বিষয়, শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হয় রাজশাহী নাকি সিলেট।
চলতি আসরে দুই দল দু’বার মুখোমুখি হয়ে দু’বারই জয় পেয়েছে রাজশাহী। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে ওয়ারিয়র্সরা। তবে প্লে-অফে সিলেটও দারুণ ছন্দে রয়েছে। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় নাটকীয় জয় তুলে নেয় তারা।
বিজ্ঞাপন
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শেষ ওভারে হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পায় রাজশাহী। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া দলটি।
আজকের ম্যাচের জয়ী দলই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিপিএলের ফাইনালে মাঠে নামবে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের প্রত্যাশায় তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।








