সাফ ফুটসালে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী দল

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ ভালো শুরু করেছে। পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে, তার পরই নারী দলও প্রথম হাফে দুই গোল পিছিয়ে থাকা সত্ত্বেও জোড় গোলের ফেরত দিয়ে জয় নিশ্চিত করে।
বিজ্ঞাপন
নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলায় সমতা আনার পাশাপাশি দলের জয়ের মূল নায়ক হিসেবে আবির্ভূত হন। তার জোড়া গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কৃষ্ণা রাণী সরকার, যিনি উভয় গোলের প্রস্তুতিতে অংশ নেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে সাবিনা ও কৃষ্ণাদের আক্রমণাত্মক খেলা শ্রীলঙ্কাকে পুরোপুরি আক্রমণ থেকে বিরত রাখে।
বাংলাদেশ আরও তিন গোল যোগ করে জয়কে নিশ্চিত করে। সাবিনা-কৃষ্ণার জুটি চার ও পঞ্চম গোলের দৃঢ়তায় ম্যাচে প্রাধান্য বজায় রাখে। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল করে ব্যবধান কমালেও বাংলাদেশ জয় নিশ্চিত রাখে।
বিজ্ঞাপন
এবারের সাফ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে, যেখানে প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। পরের ম্যাচগুলো পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। পুরুষ দলের সংগ্রহ চার ম্যাচে সাত পয়েন্ট। টুর্নামেন্টের শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন শিরোপা জিতবে।








