Logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়া ওপেনারের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৫:১৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়া ওপেনারের
ছবি: সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে নতুন এক রেকর্ডের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাইচুক। জাপানের বিপক্ষে মাত্র ৫৫ বলে ১০২ রান করে তিনি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি গড়েন এবং অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দেন।

বিজ্ঞাপন

জাপান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। ওপেনার হুগো তানি-কেলি অপরাজিত ৭৯ রানে দলের সংগ্রহ সামলান। নীহার পারমারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন তিনি। অস্ট্রেলিয়ার নাদেন কোরে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মালাইচুক শুরু থেকেই ঝড়ো আক্রমণ খেলেন। নীতিশ স্যামুয়েলের সঙ্গে প্রথম উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন তিনি। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙেন মালাইচুক। এরপর ৫১ বলেই শতক পূর্ণ করে নতুন ইতিহাস তৈরি করেন।

বিজ্ঞাপন

তার ইনিংস ১২টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল। এরপর স্যামুয়েল অপরাজিত ৬০ রান যোগ করে দলকে সহজ জয়ে পৌঁছে দেন। অস্ট্রেলিয়া ২০.৫ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে, শিরোপা রক্ষার অভিযানে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD