Logo

ভারতীয় দলের জন্য যে বার্তা দিলেন রোহিত শর্মা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:৪১
ভারতীয় দলের জন্য যে বার্তা দিলেন রোহিত শর্মা
ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। ট্রফি জিতে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত, তাই আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজে নেই। তবে ভারতের খেলোয়াড়দের জন্য তিনি দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা।

বিজ্ঞাপন

ভারত যে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই সাফল্যে রোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দলের উত্তরসূরিদের উদ্দেশ্যে বলেন, “ভারতের ক্রিকেটীয় ঐতিহ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমাদের প্রধান কাজ হবে মাঠে নেমে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করা। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

রোহিত আরও বলেছেন, “বাইরের কথায় কান দেওয়ার দরকার নেই। নিজের চারপাশে একটা আলাদা পৃথিবী তৈরি করো। যেখানে তুমি একা থাকবে, কোনও সমালোচক বা অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই ক’টা দিন নিজস্ব মনোযোগে থাকাই ভালো।”

বিজ্ঞাপন

তিনি দুই বছর আগে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন। “বিশ্বকাপে খেলতে বেশ ভয়ে ছিলাম। দেশের মাটিতে খেলা মানেই চাপ। কোনো ম্যাচ হারার পর কেউ বিমানবন্দরে কিছু বললে তা দলের ওপর প্রভাব ফেলে। মাঝে তো ভেবেছিলাম, দলের সবাইকে বলব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও।”

দশ বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের দুই তারকা স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে একসঙ্গে খেলানো নিয়ে প্রশ্ন রয়েছে। রোহিত বলেন, “ওদের একসঙ্গে খেলানো চ্যালেঞ্জিং। তবে যদি খেলতে হয়, দু’জন পেসারকে প্রথম একাদশে রেখে জুটি তৈরি করা সম্ভব।”

বিজ্ঞাপন

কুলদীপের প্রায় প্রতি বলে রিভিউর জন্য আবেদন করার বিষয়েও রোহিত রসিকতা করে বলেন, “ওকে দেওয়ার মতো কোনো পরামর্শ নেই। একটা কথাই বলব, চুপচাপ বল কর। তারপর বোলিং মার্কে ফিরে যা। সব বলে আউটের আবেদন করা যায় না।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD