Logo

লিটন দাসের কাছ থেকেই অধিনায়কত্ব শিখেছি: শেখ মেহেদী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:০৭
লিটন দাসের কাছ থেকেই অধিনায়কত্ব শিখেছি: শেখ মেহেদী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব দিয়ে এবারের বিপিএলে চমক দেখিয়েছেন ক্যারিয়ারে কখনো অধিনায়কত্ব না করা শেখ মেহেদী। মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে তিনি নিজেকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার বিষয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ মেহেদী বলেন, “আমি হয়তো আগে কখনো অধিনায়কত্ব করিনি, কিন্তু এবার সুযোগ পেয়েছি। বিগত বছরগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে, সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি। কতটুকু সফল হচ্ছি, সেটি আমি জানি না।”

ক্যারিয়ারের শুরু থেকেই ভালো অধিনায়কের অধীনে খেলার অভিজ্ঞতা মেহেদীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ফার্স্ট ডিভিশনে খেলার সময় আমি এমন একজন ক্যাপ্টেনের অধীনে ছিলাম, যার নেতৃত্বে থাকা টিমই চ্যাম্পিয়ন হতো। এরপর প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে সালাউদ্দিন স্যারের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। জাতীয় দলের পঞ্চপান্ডবসহ সব সিনিয়র খেলোয়াড়দের অধীনে খেলতে গিয়ে আমি সব সময় কিছু না কিছু শিখতে চেষ্টা করেছি। যদিও তখন অধিনায়কত্ব করিনি, তবে ওই শিক্ষা আমার ভিতরে রয়েছে।”

বিজ্ঞাপন

বিশেষ করে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কাছ থেকে শেখার বিষয়টি মেহেদীর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “লিটনের অধিনায়কত্ব অসাধারণ। গত এক বছরে লিটনের কাছ থেকে খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখেছি। সবার কাছ থেকে শেখা শিক্ষা এই টুর্নামেন্টে প্রয়োগ করার চেষ্টা করছি।”

শেখ মেহেদীর এই মন্তব্য এবারের বিপিএলে তার অধিনায়কত্ব এবং নেতৃত্ব প্রদর্শনের প্রশংসা আরও বাড়িয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD