Logo

ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস নরওয়ের ক্লাবের

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৬
ম্যানসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস নরওয়ের ক্লাবের
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বড় অঘটনের স্বাক্ষী হলো নরওয়ের নবাগত ক্লাব বোডো/গ্লিম্ট। আর্কটিক সার্কেলের তীব্র শীতে নিজেদের ঘরের মাঠে তারা শক্তিশালী ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বের ফুটবল মহলে চমক সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

কৃত্রিম টার্ফে এবং মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা ম্যাচে পেপ গার্দিওলার তরুণ দল পুরোপুরি খোঁজে হারিয়েছিল। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বিতে হারের পর এটিই সিটির জন্য আরেকটি বিব্রতকর ফলাফল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বোডো/গ্লিম্ট। ২২তম মিনিটে ওলে ডিডরিক ব্লোমবার্গের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসপার হগ। মাত্র দুই মিনিট পর সিটির ডিফেন্সের ভুলের সুযোগ নেয়া হগ আবারও ব্লোমবার্গের কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোল করেন। অর্ধঘণ্টার মধ্যে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন হগ, কিন্তু গোললাইন থেকে রুখে দেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড এই ম্যাচে নিজের ছন্দে ছিলেন না। প্রথমার্ধের শেষ দিকে মাত্র আট গজ দূর থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিম্টের উচ্ছ্বাস আরও বাড়ান জেন্স পেটার হাউগে। একক প্রচেষ্টায় দুর্দান্ত কার্লিং শটে বল জালের উপরের কোনায় পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন। পরে রায়ান শেরকি একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি সিটি। ৬২ মিনিটে রদ্রিকে দুই হলুদ কার্ডের কারণে মাঠছাড়া হতে হয়, ফলে ইংলিশ চ্যাম্পিয়নরা ১০ জনে খেলে ম্যাচ শেষ করে।

বিজ্ঞাপন

এই ঐতিহাসিক হারের ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে জয় পেতে হবে ম্যানচেস্টার সিটিকে, যদি তারা শীর্ষ আটে থাকতে চায়। অন্যদিকে, এই জয়ে বোডো/গ্লিম্টের প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD