Logo

বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪
বাংলাদেশের পাশে পাকিস্তান, আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছার বিষয়ে বিসিবির দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পিসিবি।

বিজ্ঞাপন

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির গভর্নিং বডির পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শুধু আইসিসিই নয়, বিশ্ব ক্রিকেট সংস্থার অন্যান্য সদস্য দেশগুলোকেও ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতে খেলাকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি এরই মধ্যে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে বুধবার একটি বৈঠক ডেকেছে আইসিসি। যদিও পিসিবির পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতেই বৈঠকটি ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইস্যুতে আইসিসি যখন চূড়ান্ত সিদ্ধান্তের পথে, ঠিক তখন পিসিবির এমন সমর্থন কিছুটা বিস্ময় তৈরি করেছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, এই চিঠি আইসিসির অবস্থানে বড় কোনো প্রভাব ফেলবে না। ক্রিকইনফোর মতে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু কিংবা সূচি পরিবর্তনের সম্ভাবনা এখনো খুবই ক্ষীণ।

গত সপ্তাহে বিসিবির সঙ্গে আইসিসির সর্বশেষ বৈঠকেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় ছিল। একাধিক দফা আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটেনি। এই প্রেক্ষাপটে আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। যদিও বিসিবি আগেই জানিয়েছে, আইসিসির কাছ থেকে তারা কোনো নির্দিষ্ট সময়সীমার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে, বিশ্বকাপ শুরুর সময়ও ঘনিয়ে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তান আগেই ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। ফলে ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করা হয়। একই ধরনের সিদ্ধান্তে অটল থাকার কারণে বাংলাদেশের পাশে শেষ মুহূর্তে পিসিবির সমর্থন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গুঞ্জন উঠেছিল—বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে নেওয়া হতে পারে কিংবা বাংলাদেশ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। যদিও এসব আলোচনা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং পিসিবি প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD