Logo

রাজশাহী ওয়ারিয়র্সের শক্তি বাড়াতে ঢাকায় পৌঁছেছেন কেন উইলিয়ামসন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১২:২১
রাজশাহী ওয়ারিয়র্সের শক্তি বাড়াতে ঢাকায় পৌঁছেছেন কেন উইলিয়ামসন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজ্ঞাপন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে আজই মাঠে নামতে পারেন উইলিয়ামসন। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখেই অভিজ্ঞ এই ব্যাটারকে দলে ভেড়ায় রাজশাহী।

চলতি বিপিএলে লিগ পর্বে দারুণ পারফরম্যান্স করে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগটি হাতছাড়া হয় দলটির। ফলে এখন ফাইনালে যেতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় ছাড়া বিকল্প নেই।

বিজ্ঞাপন

এই বাঁচা-মরার লড়াইকে সামনে রেখেই রাজশাহী শিবিরে যুক্ত করা হয়েছে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

উইলিয়ামসনকে দলে ভেড়ানোর চেষ্টা অবশ্য নতুন নয়। বেশ কয়েকদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ করছিল রাজশাহী কর্তৃপক্ষ। তবে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকায় এতদিন বাংলাদেশে আসা সম্ভব হয়নি তার।

বিজ্ঞাপন

এখন সব মনোযোগ বিপিএলের দিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে উইলিয়ামসনের উপস্থিতি রাজশাহীর ফাইনাল স্বপ্ন বাস্তবায়নে কতটা ভূমিকা রাখে, সেটিই এখন দেখার অপেক্ষা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD