রাজশাহীর বিপক্ষে নাটকীয় জয়, ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

বিপিএল ২০২৬ শুরুর আগে যাদের নিয়ে ছিল সবচেয়ে বেশি সংশয়, সেই চট্টগ্রাম রয়্যালসই এখন টুর্নামেন্টের ফাইনালে। বিসিবির মালিকানায় যাওয়ার পর দলটির পারফরম্যান্সে আসে আমূল পরিবর্তন। দুর্দান্ত ধারাবাহিকতায় সবার আগে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম মঙ্গলবার রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্লে-অফ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী। মিরপুরের ধীরগতির উইকেটে নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক শুরু করে চট্টগ্রাম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৩১ রান। ৬১ রানে প্রথম উইকেট হারায় তারা। নাঈম শেখ ৩৮ বলে ৩০ রান করে আউট হন। তিন নম্বরে নেমে হাসান নাওয়াজ ১৪ বলে ২০ রান যোগ করেন।
বিজ্ঞাপন
এরপর এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন মির্জা বাগ। ৮ বলে ১১ রান করে আসিফ আলী ফিরে গেলে বাগের সঙ্গে জুটি গড়েন শেখ মাহেদী। তবে ১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারিতে ধরা পড়ে যান বাগ। ৪৭ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে সিঙ্গেল নেন আমির জামাল। পরের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শেখ মাহেদী। তৃতীয় বলেই দলের জয় নিশ্চিত করেন তিনি। ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন মাহেদী।
এর আগে ব্যাট করতে নেমে রাজশাহীর দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও তানজিদ তামিম ধীরে শুরু করেন। দুজন মিলে যোগ করেন ৩০ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ফারহান ১৯ বলে ২১ রান করে ক্যাচ আউট হন। নাজমুল হোসেন শান্ত ১১ বলে ৮ রান করে ব্যর্থ হন।
বিজ্ঞাপন
পরের বলেই শূন্য রানে ফিরে যান মুশফিকুর রহিম। আকবর আলী ১০ বলে ৩ রান করে আউট হলে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে তিনিও ফিফটির দেখা পাননি। ৩৭ বলে ৪১ রান করে নাওয়াজের বলে ক্যাচ আউট হন তিনি।
এরপর রাজশাহীর ইনিংসে নামে ধস। জেমি নিশাম (৬) ও রায়ান বার্ল (৩) দ্রুত ফিরে যান। তবে গাফার সাকলাইন ঝড়ো ব্যাটিং করে ১৫ বলে ৩২ রান করেন। ১৯তম ওভারে তিনি আউট হলে শেষদিকে রিপন মন্ডল ৮ বলে ১০ রান যোগ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানেই থামে রাজশাহীর ইনিংস।
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে বিপিএল ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম রয়্যালস, যেখানে তাদের অপেক্ষা করছে শিরোপার মঞ্চ।








