শেষ বলের নাটকীয়তায় রংপুরের বিদায়, কোয়ালিফায়ারে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম এলিমিনেটর ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে সিলেট টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ বলের ছক্কায় তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সিলেট, ফলে জায়গা করে নেয় কোয়ালিফায়ারে।
বিজ্ঞাপন
১১১ রানের তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে চাপের মুখে পড়ে সিলেট। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারায় তারা। তবে ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে ম্যাচে ফেরে দলটি। দুজনের ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি সিলেটকে জয়ের পথে এগিয়ে নেয়।
বিলিংস ও মিরাজ আউট হওয়ার পর ম্যাচে ফের উত্তেজনা ছড়ায়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৮ রান। ফাহিম আশরাফের করা শেষ ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। তার এই ছক্কাতেই এলিমিনেটর থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স।
বিজ্ঞাপন
সিলেটের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন করেন ১৮ রান করে। আরিফুল ইসলাম ১৭ রান যোগ করেন। শেষদিকে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ক্রিস ওকস (১০*) ও খালেদ আহমেদ (১*)।
এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। দলীয় ২৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন চারজন ব্যাটার। ডেভিড মালান, তাওহীদ হৃদয়, লিটন দাস ও কাইল মেয়ার্স ব্যর্থ হন।
বিজ্ঞাপন
পরে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন। খুশদিল ১৯ বলে ৩০ রান করে আউট হন। মাহমুদউল্লাহ করেন দলের সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে থামে রংপুরের ইনিংস।
সিলেটের বোলিংয়ে খালেদ আহমেদ সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট।
এই জয়ের ফলে কোয়ালিফায়ারে উঠে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল সিলেট টাইটান্স, আর নাটকীয় এক ম্যাচে এবারের বিপিএল থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।








