Logo

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে নেইমারের প্রস্তুতি জোরদার

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৬, ১৫:০৪
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে নেইমারের প্রস্তুতি জোরদার
ছবি: সংগৃহীত

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র নতুন করে এক বছরের জন্য সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। ক্লাবের অন্য সতীর্থরা এখনও ছুটিতে থাকলেও নেইমার নিয়মিত অনুশীলনে লেগে আছেন। কারণ তার লক্ষ্য স্পষ্ট—২০২৬ ফিফা বিশ্বকাপে স্থান নিশ্চিত করা।

বিজ্ঞাপন

গত ২২ ডিসেম্বর বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচার করানো নেইমার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে চাচ্ছেন। তার প্রাক্তন কোচ কার্লো আনচেলত্তি যে বিশ্বকাপ দলে তাকে সুযোগ দিতে চাইবেন, সেই সুযোগের জন্য নেইমারের পুরোপুরি ফিট থাকা প্রয়োজন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমার সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের কমিউনিটি জিমে নিয়মিত অনুশীলন করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কিছু ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে ব্যায়াম করছেন তিনি। হাঁটুর অস্ত্রোপচারের সেলাই অংশে ব্যান্ডেজও দৃশ্যমান। ছবিগুলো থেকে বোঝা যায়, পুনর্বাসন প্রক্রিয়া সহজ হচ্ছে না।

বিজ্ঞাপন

নেইমারের পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে সান্তোস স্কোয়াডে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন। ধারণা করা হচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহে তিনি পূর্ণ শারীরিক চাপের অধীনে ট্রেনিং শুরু করবেন এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকবেন। ৪ ফেব্রুয়ারি সান্তোসের দ্বিতীয় ম্যাচে সাও পাওলোর বিপক্ষে তিনি মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

গত বছর সৌদি আরবের আল হিলাল ক্লাব ছাড়ার পর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে চলমান মৌসুমে ফিটনেস সমস্যা থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিয়ে খেলেছেন এবং দলকে রেলিগেশনের হাত থেকে বাঁচিয়েছেন। চোটের পরও ক্লাব কর্তৃপক্ষ ধৈর্যশীল অবস্থান নিয়েছে, এবং চুক্তি নবায়ন শেষ মুহূর্তে সম্পন্ন হয়েছে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ব্রাজিল কোচ আনচেলত্তি মার্চে দুটি প্রীতি ম্যাচের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। আনচেলত্তি জানিয়েছেন, “নেইমার যদি শারীরিকভাবে ভালো অবস্থায় থাকে এবং স্কোয়াডে থাকার যোগ্য হয়, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমাদের অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও সমান বিচার করতে হবে।”

বিজ্ঞাপন

নেইমারের দ্রুত পুনর্বাসন এবং সতর্ক অনুশীলনের মাধ্যমে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিশ্চিত করার লড়াই এখনো চলমান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD