Logo

৩৬ রানে ৭ উইকেটের দাপট, বিশ্বকাপে এক পা বাংলাদেশ মেয়েদের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:৫০
৩৬ রানে ৭ উইকেটের দাপট, বিশ্বকাপে এক পা বাংলাদেশ মেয়েদের
ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ জয় অর্জন করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) কীর্তিপুরে পাপুয়া নিউগিনিকে ১৬৯ রানের টার্গেটে ৩৬ রানে ৭ উইকেট হারিয়ে হারিয়ে মাঠ ছাড়িয়ে দিয়েছে সুলতানা খাননের নেতৃত্বাধীন দল।

বিজ্ঞাপন

বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং একযোগে পাপুয়া নিউগিনিকে ১৩৮ রানে আটকে দিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। শেষ দুই ম্যাচে তারা আয়ারল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে মুখোমুখি হবে। এই দুই ম্যাচের একটিতে জয় পেলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে ভালো লেগেছিল। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ৪৯ রানের উদ্বোধনী জুটি দলকে শক্ত ভিত্তি দেয়। ১১ বলে ১৭ রান করা জুয়াইরিয়া আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। ১৬তম ওভারে শারমীন আক্তার আউট হওয়ার পর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে স্বর্ণা আক্তার ঝড় তুলেন। এই জুটিতে আসে ৬২ রানের সংযোজন।

শেষ দিকে স্বর্ণা আক্তার ১৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ১ চার ও ৪ ছক্কা ছিল। সোবহানা মোস্তারি ২৪ বলে ৩৪ রান যোগ করেন। শারমীন আক্তারের ইনিংস ছিল ২৮ রান।

বিজ্ঞাপন

পাপুয়া নিউগিনির শুরুটা হয়েছিল আশাব্যঞ্জক। প্রথম ৩.১ ওভারে তারা ৩২ রান তুলে কিছু চ্যালেঞ্জ তৈরি করলেও, পরপর দুই ওভারে সাত বলের মধ্যে দুটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমির জুটিতে ৫৪ রান আসে।

১৪তম ওভারে ব্রেন্ডাকে ৩৫ রানে ফেরান সোবহানা। এরপর দলটির ব্যাটিং ধসে যায়। ২ উইকেটে ৯৮ রান করা নিউগিনি শেষ পর্যন্ত ১৩৪ রান করেই ৯ উইকেট হারায়। সিবোনা ২৮ রান করেন, হোলান দরিগা ২১ রান।

বাংলাদেশের সাতজন বোলার বল করেছেন। কেবল সুলতানা খাতুন কোনো উইকেট পাননি। বাকি বোলাররা প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD