নকআউট ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিশাদের হোবার্ট

প্রথমবার অস্ট্রেলীয় বিগ ব্যাশ লিগে খেলে দারুণ পারফর্ম করছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। দলকে প্লে-অফে পৌঁছে দিতে সাহায্য করেছেন তিনি। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউট ম্যাচ খেলতে যাওয়া হোবার্ট হারিকেন্সের জন্য দুঃসংবাদ এসেছে—চোটের কারণে দলের অধিনায়ক নাথান এলিস থাকবেন না।
বিজ্ঞাপন
হোবার্ট আগামীকাল (বুধবার) নকআউট ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টারস-এর। এলিস ১৪ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান। চোটের গুরুত্ব এখনও পুরোপুরি জানা যায়নি। হোবার্ট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আসন্ন দিনগুলোয় জানা যাবে, কবে তাঁকে আবার পাওয়া যাবে।’
নাথান এলিস চলতি বিগ ব্যাশে দলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ৯.০৩ ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। পাওয়ার প্লে ও ডেথ ওভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডানহাতি অজি পেসার। এলিসের অনুপস্থিতিতে হোবার্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে। রিশাদ হোসেন দলের দ্বিতীয় সেরা বোলার হিসেবে ৭.৩২ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেছেন।
বিজ্ঞাপন
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বেন ম্যাকডারমট নকআউট ম্যাচে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, হোবার্টের জন্য আশা জাগাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে টপ ফোরে থাকার কারণে তারা সরাসরি চতুর্থ অবস্থানধারী দলকে পেছনে রেখে চ্যালেঞ্জার ম্যাচে উঠবে। ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে এই লড়াই গুরুত্বপূর্ণ।
নকআউটের আগে আজ (মঙ্গলবার) কোয়ালিফায়ার ম্যাচে পার্থ স্কচার্স ও সিডনি সিক্সার্সের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে হোবার্টকে। জানুয়ারির শেষের দিকে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজে এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, “উদ্বেগের কিছু নেই। আশা করি সমস্যা হবে না। তাঁরা কয়েকদিন ধরে ব্যস্ত, চার-পাঁচ দিনে দুই-তিনটি ম্যাচ খেলেছেন।”








