উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিলেন মোস্তাফিজ

২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উইজডেন প্রকাশিত বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে স্থান করে নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
গত বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। সেই সময়কালে অনুষ্ঠিত সব স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের প্রভাবশালী সাময়িকী উইজডেন।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় ছিল ১৮.০৩, যা ছিল সবার সেরা। পেসারদের মধ্যে রান নিয়ন্ত্রণের দিক থেকেও তিনি ছিলেন অনন্য। স্ট্রাইক রেটের হিসাবে কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে ছিলেন।
বিজ্ঞাপন
রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট নেওয়ার সক্ষমতাও দেখিয়েছেন এই বাঁহাতি পেসার। গত বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৮, আর স্ট্রাইক রেট ছিল ১৫.৯। ১৫৬ দশমিক ৫ ওভার বোলিং করে ১১ রানে ৩ উইকেট নেওয়াই ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।
উইজডেন ঘোষিত বর্ষসেরা এই একাদশে ওপেনার হিসেবে রয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। মিডল অর্ডারে আছেন দেভাল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা ও টিম ডেভিড। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার। স্পিন বিভাগে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী এবং পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।
বিজ্ঞাপন
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।








