টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বের এলিমিনেটর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট টাইটান্স। ফলে আগে ব্যাট করতে হচ্ছে রংপুর রাইডার্সকে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। প্লে-অফের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত দলের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাবে।
বিজ্ঞাপন
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি এলিমিনেটরে মুখোমুখি হয়েছে। রংপুর রাইডার্স ছয় ম্যাচে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে প্লে-অফে উঠেছে। অন্যদিকে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থান নিশ্চিত করে সিলেট টাইটান্স।
এই ম্যাচে জয়ী দল আগামীকাল অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আজকের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচে পরাজিত দল। আর এলিমিনেটরে হেরে যাওয়া দলের জন্য এখানেই শেষ হয়ে যাবে এবারের বিপিএল অভিযান।








