টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। একাধিক দফা আলোচনা হলেও বিষয়টির কোনো চূড়ান্ত সমাধান হয়নি। সর্বশেষ গত শনিবার ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে—ভারতে ভেন্যু থাকলে বাংলাদেশ সেখানে খেলতে যাবে না।
বিজ্ঞাপন
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকেই বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী বুধবার, অর্থাৎ ২১ জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে আইসিসিকে।
প্রতিবেদন অনুযায়ী, বিসিবি যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে অন্য কোনো দেশকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। র্যাংকিংয়ের ভিত্তিতে সে ক্ষেত্রে স্কটল্যান্ডের নাম সামনে আসছে।
আরও পড়ুন: বড় চমক নিয়ে দেশে ফিরছেন পরীমনি
বিজ্ঞাপন
তবে বিসিবি এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি।
সংবাদমাধ্যমকে আমজাদ হোসেন বলেন, “গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় এসে আমাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে আমরা অপারগ। একই সঙ্গে বিকল্প ভেন্যুর বিষয়ে আমাদের প্রস্তাব তুলে ধরি।”
তিনি আরও জানান, বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিসিবির বক্তব্য ও প্রস্তাব সংস্থাটির নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের আশ্বাস দেন। তবে সিদ্ধান্ত জানানো বা পরবর্তী বৈঠকের সময়সূচি নিয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ তখন জানানো হয়নি।
বিজ্ঞাপন
বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিষয়টি নিয়ে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।








