আজ থেকেই শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ, শুরু ফাইনালের দৌড়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের পর্দা নামার পর আজ থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—প্লে-অফ। ছয় দলের লড়াই শেষে চারটি দল জায়গা করে নিয়েছে শিরোপার দৌড়ে। আজ মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
বিজ্ঞাপন
দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এই ম্যাচে হার মানলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পরাজিত দলকে। লিগ পর্বে মিশ্র পারফরম্যান্সের পর তিন নম্বর হয়ে প্লে-অফে ওঠে রংপুর। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় লিটন কুমার দাসের দল। ফলে ফাইনালে যেতে হলে তাদের জিততে হবে টানা দুটি ম্যাচ।
তবে প্লে-অফের আগে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী রংপুর শিবির। দলের প্রধান কোচ মিকি আর্থার এক ভিডিও বার্তায় বলেন, শিরোপা জয়ের পথে দলটি এখন মাত্র তিন ম্যাচ দূরে। বড় ম্যাচে আত্মবিশ্বাস ও মোমেন্টামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে সিলেট টাইটান্স লিগ পর্বে ওঠানামার মধ্য দিয়েই চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। মঈন আলীর অন্তর্ভুক্তির পর দলটির পারফরম্যান্সে আসে গতি। প্লে-অফকে সামনে রেখে শক্তি বাড়াতে ইংল্যান্ডের স্যাম বিলিংস ও ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে সিলেট। দলের আরেক ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস জানান, রংপুরের বিপক্ষে জয়ের জন্য আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলাই হবে তাদের মূল চাবিকাঠি।
বিজ্ঞাপন
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। তবে হেরে যাওয়া দলও ছিটকে যাবে না; দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সামনে থাকবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ।
লিগ পর্বের শেষদিকে রাজশাহী দুর্দান্ত ছন্দে ছিল। প্লে-অফের আগে টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর দলটি। বিপরীতে চট্টগ্রাম রয়্যালস শেষ দুই ম্যাচে হেরে কিছুটা চাপে থাকলেও শক্তিশালী স্কোয়াড নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আছে।
বিজ্ঞাপন
প্লে-অফ শুরুর আগে কোনো দলই স্কোয়াডে নতুন মুখ যুক্ত করেনি। এখন সব হিসাব মাঠের পারফরম্যান্সে। আজকের দুই ম্যাচের ফলেই অনেকটা নির্ধারিত হয়ে যাবে, কারা যাচ্ছে বিপিএলের ফাইনালের পথে।








