Logo

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল যুব টাইগাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৪
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল যুব টাইগাররা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে অধিনায়ক আজিজুল হাকিম দলের পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিং শুরু করেন।

বিজ্ঞাপন

এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলার শেষ মুহূর্তে ব্যাটিংয়ে ধাক্কা খেয়ে দল হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই আজ বোলিংকে প্রাধান্য দিয়েছেন অধিনায়ক। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। আগের ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করেছি এবং সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমাদের লক্ষ্য আজ নিজের সেরা ক্রিকেট খেলা।”

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে ওভার কাটা হয়েছে ৪৭ করে, যা আগে ৫০ ওভারের কথা ছিল। আজ দলে দুইজন খেলোয়াড় পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড অধিনায়ক টম জোন্স ম্যাচ শুরুতে বলেন, “আমরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের মধ্যে সংযোগ বজায় রাখা এবং আজ মাঠে সেই বাস্তবায়ন করা।” তিনি আরও যোগ করেন, “প্রথম ১৫–২০ ওভার ভালো বোলিং করেছি, এরপর ছন্দ হারিয়েছি। আশা করি আমাদের খেলোয়াড়রা এখন পুরোপুরি প্রস্তুত।”

দুই দলই বৃষ্টিবিঘ্নিত অবস্থায় খেলার জন্য প্রস্তুত এবং ম্যাচটি উভয় দলের ব্যাটিং ও বোলিং ক্ষমতা যাচাইয়ের সুযোগ হয়ে উঠবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD