অন্য দলকে গোনার টাইম নেই : ফাহিম আল চৌধুরী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচ চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। বক্তব্যে আত্মবিশ্বাস আর আবেগের মিশেলে সিলেটের শক্তির কথাই তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
ফাহিম আল চৌধুরী বলেন, অন্য দল বা সমীকরণ নিয়ে ভাবার কোনো সময় সিলেটের নেই। তার ভাষায়, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে—আমাদের অন্য কোনো দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া আর শাহজালালের মাটির শক্তি আমাদের সঙ্গে আছে।’
তিনি আরও বলেন, সিলেটের মানুষ আবেগী হলেও ঐক্যবদ্ধ। সেই ঐক্যই দলকে শিরোপার পথে এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন ফ্র্যাঞ্চাইজির এই উপদেষ্টা। ফাহিমের দৃঢ় প্রত্যয়, ‘এবার কাপ নিয়ে আমরা সিলেটেই ফিরব। ২৩ তারিখে সবাইকে সিলেটে দাওয়াত।’
বিজ্ঞাপন
সিলেট টাইটান্স ফাইনালে উঠলে সমর্থকদের মাঠে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ফাহিম বলেন, ‘ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে কথা বলা হয়েছে। প্রয়োজন হলে ফ্লাইট বুকিং করব। পাশাপাশি বাস সার্ভিসেও সিলেটবাসীকে মিরপুর স্টেডিয়ামে আনার পরিকল্পনা আছে।’
এর আগে বিপিএলের মান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ফাহিম আল চৌধুরী। সে প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিপিএল ভালোই… সব ঠিক আছে—এটাই বলা হচ্ছে। আসলে কিছুই ঠিক নেই। তবে ওদের খুশি করলাম।’
বিজ্ঞাপন
এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফাহিমের এই বক্তব্য সিলেট শিবিরে আত্মবিশ্বাস জোগালেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








