Logo

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা, খেলতে আগ্রহী শান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা, খেলতে আগ্রহী শান্ত
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বরং আইসিসির এই বৈশ্বিক আসরে বাংলাদেশের না খেলার আশঙ্কাই ক্রমে জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনা চললেও ভেতরে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই খেলোয়াড়দের। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। তবে লিগপর্বে শীর্ষে থাকায় ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন শান্ত।

তিনি জানান, বিশ্বকাপে খেলা নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। শান্ত বলেন, “এ বিষয়ে তেমন কোনো আলোচনা করার সুযোগ হয়নি। কোয়াবের সবাই তখন ম্যাচ ও টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিল। এর মধ্যে কিছু ঘটনার কারণে খেলোয়াড়রা মানসিকভাবেও কিছুটা ছিটকে গিয়েছিল। সময়টা সত্যিই কঠিন ছিল।”

বিজ্ঞাপন

তবে অনিশ্চয়তার মাঝেও ক্রিকেটারদের আগ্রহের জায়গাটি স্পষ্ট করে তুলে ধরেন এই বাঁহাতি ব্যাটার। শান্ত বলেন, একজন খেলোয়াড় হিসেবে সবসময়ই মাঠে নামার ইচ্ছা থাকে। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ এলে সেটি হাতছাড়া করতে চান না কেউই।

তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পরপর আসে, আর ওয়ানডে বিশ্বকাপ চার বছর পরপর। এ ধরনের টুর্নামেন্ট একজন খেলোয়াড়ের জন্য নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। তাই সুযোগ পেলে অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।”

বিশ্বকাপকে শুধু একটি টুর্নামেন্ট হিসেবে নয়, বরং নিজের সক্ষমতা তুলে ধরার বড় মঞ্চ হিসেবেও দেখছেন শান্ত। তিনি বলেন, “অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে শতভাগ অবগত নই। তবে আশা করি, সব সমস্যার সুন্দর সমাধান হবে এবং ইনশাআল্লাহ যদি বিশ্বকাপে খেলার সুযোগ আসে, তাহলে সেটি ক্রিকেটারদের জন্য খুবই ভালো হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে সেখানে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানিয়েছে বাংলাদেশ। এ কারণে বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে এখনো পর্যন্ত কোনো বিষয়ই চূড়ান্ত হয়নি।

ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শান্ত বলেন, “আসলে ভেতরে কী হচ্ছে, কী হচ্ছে না—সেটা আমি জানি না। তাই এ বিষয়ে মন্তব্য করাও আমার জন্য কঠিন। তবে একজন খেলোয়াড় হিসেবে এটুকু বলতে পারি, আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD