Logo

বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৬:০৮
বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে ভারতে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানির শুরুতেই আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

আদালত পর্যবেক্ষণে বলেন, পিটিশনে উত্থাপিত দাবিগুলো মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কসংক্রান্ত বিষয়, যা নির্বাহী বিভাগের আওতাভুক্ত। এ ধরনের বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

বেঞ্চ আরও উল্লেখ করেন, বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ড সম্পর্কিত নীতিগত সিদ্ধান্ত নেওয়া আদালতের এখতিয়ারভুক্ত নয়। ফলে এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার শামিল।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব বিষয় সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

শুনানিকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, আবেদনে কোনো আইনি ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের এমন পর্যবেক্ষণের পর আবেদনকারী নিজেই পিটিশন প্রত্যাহারের আবেদন জানান। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করে পিটিশনটি প্রত্যাহার হিসেবে খারিজ করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD